Sylhet Today 24 PRINT

সিলেটে ‘অপহরণের’ ৭ দিন পর অপহৃত তরুণ উদ্ধার

নিজস্ব প্রতিবদেক  |  ২৭ জানুয়ারী, ২০২১

সিলেটে এক তরুণকে অপহরণের ৭ দিন পর তাকে আহতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত দেড়টার তাকে জালালাবাদ থানার কান্দিগাঁও থেকে উদ্ধার করে শিবেরবাজার ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন বড়ফৌদ গ্রামের কাজলের দোকানের সামনে থেকে একই গ্রামের মো.  নুর উদ্দিনের ছেলে আজাদ হোসেনকে (১৯) অপহরণ করে নিয়ে যায় ফয়জুর রহমানের ছেলে নজির আহমদ মোজাহিদ (২৪) ও বশির আহমদ (২৬), মৃত আরজান আলীর ছেলে মুসলেহ উদ্দিন (৩৮) এবং মৃত মনু মিয়ার ছেলে কবির আহমদ সমশাদ (৪৫)।

এ ঘটনায় গত ২১ জানুয়ারি অপহৃত আজাদ হোসেনের পিতা মো. নুর উদ্দিন (৪৯) বাদি হয়ে ওই চারজনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা (নং-২১) দায়েরে করেন।  

এ মামলার পরিপ্রেক্ষিতে ২৬ জানুয়ারি রাত দেড়টার দিকে জালালাবাদ থানার শিবেরবাজার ফাঁড়ির একদল পুলিশ কান্দিগাঁও সড়কের মোহাম্মদ আলী মার্কেটের সামনে আজাদ হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে।

পরে আজাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।  

বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.