Sylhet Today 24 PRINT

ফেসবুক ও সংবাদপত্রে রঙিন পোষ্টার দেয়ায় মেয়রসহ ৪ প্রার্থীকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি না মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে রঙিন পোষ্টার প্রচার করার দায়ে ৪ প্রার্থীর এজেন্টকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, অনলাইন ও সংবাদপত্রে রঙিন পোষ্টার দিয়ে প্রচার করছেন একাধিক প্রার্থী। এ কারণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক সেলিমের নির্বাচনী এজেন্টকে ১০ হাজার টাকা, সতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমানের এজেন্টকে ১৫ হাজার টাকা, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের এজেন্টকে ৫ হাজার টাকা এবং ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদের এজেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাদেরকে শতর্ক করে দেয়া হয় বলেও জানান তিনি।

আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ২৮৩ জন, নারী ভোটার ২৫ হাজার ৬২০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.