Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

শংকর শীল, চুনারুঘাট |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় হবিগঞ্জের চুনারুঘাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোববার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়।

এরপর প্রভাত ফেরি ও শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শহীদ মিনারের বেদী ফুলে ফুলে ভরে ওঠে। এসময় শহীদদের স্বরণে দোয়া ও মোনাজাত করা হয়। করোনা সংক্রমণের কারণে সকলেই স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন।

এরআগে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যাজিত রায় দাশ।

এরপর একে একে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, চুনারুঘাট নতুন পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যাজিত রায় দাশের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.