Sylhet Today 24 PRINT

শহীদ দিবসেও বিভক্ত আওয়ামী লীগ

দিরাই প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দুই ভাগে বিভক্ত হয়ে শহীদ দিবস পালন করেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ বলয়ের নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাসহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কার্যালয়ে আলোচনা সভা করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট সুহেল আহমেদ, সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান বুলবুল, পৌর মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মোশাররফ মিয়ার বলয়ের নেতাকর্মীরা দিরাই পুরান বাজারের লঞ্চ ঘাট থেকে র‍্যালী সহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে লঞ্চ ঘাটে আলোচনা সভা করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসন, দিরাই পৌরসভা, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ র‍্যালী ও আলোচনা সভা করেন।

আওয়ামী লীগের একাধিক প্রবীণ নেতা বলেন, আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জীবদ্দশায় দলে কোনো গ্রুপিং লবিং ছিল না। মাঝে মাঝে সমস্যা হলে নেতা সবার সাথে পরামর্শ করে সমাধান দিতেন। নেতার  প্রয়াণ থেকেই দলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ দুই ভাগ হয়ে আমরা শহীদ দিবস পালন করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.