Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদলতের নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির।   

এসময় উপস্থিত ছিলেন কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিউল্লাহ, এস আই ফখরুল আলম,  বেঞ্চ সহকারী মোঃ রুহুল আমিন জাকারিয়া ও অফিস সহায়ক শাহ আলম।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.