Sylhet Today 24 PRINT

টিকা নিলেন আরিফ

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ ফেব্রুয়ারী, ২০২১

করোনার টিকা গ্রহণ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গণটিকা প্রদান শুরুর ১৮ দিনের মাথায় আজ বুধবার তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় টিকা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত সুস্থ আছেন মেয়র আরিফ। টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

গত গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকা প্রদান শুরু হয়। সিলেট নগরীতে টিকা প্রধান কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন মেয়র।

তবে শারিরীক অসুস্থতার কারণে আরিফুল হক এতোদিন টিকা নেন নি বলে তার ঘনিষ্টজনেরা জানিয়েছেন।

টিকা গ্রহনের পরে এক প্রতিক্রিয়ায় সিসিক মেয়র বলেন, সবাইকেই করোনা মহামারির কবল থেকে মুক্ত থাকতে ভ্যাকসিন গ্রহন করা দরকার। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্রে অত্যান্ত সুশৃংখলভাবে নাগরিকদের টিকা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, ভ্যাকসিন যারা নিয়েছেন এবং যারা এখনো নেননি তাদের সবাইকে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি অনুষরন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.