Sylhet Today 24 PRINT

এবার কানাইঘাট পৌরসভারও মেয়র পদের গেজেট স্থগিত

কানাইঘাট প্রতিনিধি  |  ২৪ ফেব্রুয়ারী, ২০২১

কানাইঘাটে মেয়র পদে বিজয়ী প্রার্থী লুৎফুর রহমান

সদ্য সমাপ্ত সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদের গেজেট ও শপথ স্থগিত করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

কানাইঘাট পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিনের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের এ আদেশের কথা জানিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়ের একটি সূত্র।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদের গেজেট ও শপথ স্থগিত করার পাশাপাশি কানাইঘাট ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবনগর দারুল কোরআন মাদ্রাসা এবং দূলর্ভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ফলাফল পুনগণনার আদেশ প্রদান করেছেন উচ্চ আদালত।

একই সাথে ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা শাখাওয়াতকে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান দলের বিদ্রোহী প্রার্থীর চেয়ে মাত্র ১৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

এরআগে পরাজিত প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে সিলেটের জকিগঞ্জের গেজেট প্রকাশও স্থগিত করে ভোট পুণঃগণনার নির্দেশ দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.