Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিন তদারকি অভিযানে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিনের নেতৃত্বে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, নোংরা পরিবেশ ও খোলা অবস্থায় খাদ্য সামগ্রী রাখার কারণে ২টি রেস্তোরাঁ, একটি বেকারী ও একটি কৃষি পণ্যের দোকানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। স্থানীয় পুলিশ অভিযানে সহায়তায় করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিন বলেন, ‘অভিযানে মৃদুল রেস্তারাঁয় ৪ হাজার টাকা, ভাই ভাই হোটেলের ২ হাজার টাকা, কাজী বেকারীর ৩০ হাজার টাকা ও কৃষি ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.