Sylhet Today 24 PRINT

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক : দুই দিন পর আবার ভেঙ্গে পড়লো সেতু

১৬ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ, নেয়া হয়নি মেরামতের উদ্যোগ

ছাতক প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

ছাতকে বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে আবারও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বুধবার (২৪ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে একটি মালবাহী ট্রাক সেতুর উপর উঠলে সেতুর পাটাতন খসে আটকা পড়ে। ফলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। এতে আবারও চরম জন দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরকে।

এরআগে ২২ ফেব্রুয়ারি ভোর ৩টায় একইভাবে অস্থায়ী বেইলি সেতুর সাপোর্ট এঙ্গেল খসে সেতুর মাঝামাঝি অংশ ভেঙ্গে পড়ে। এতে প্রায় ১৩ ঘন্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দায়িত্বশীলরা সেতু মেরামতে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।

এদিকে সড়কের উভয় পাশে কয়েক'শ মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যাত্রীদের অভিযোগ দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারের দায়িত্বহীনতার কারনে বার-বার এ অবস্থার সৃষ্টি হচ্ছে। যেকোন সময় এসব অস্থায়ী বেইলী ব্রীজ ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনাসহ হতাহতের আশংকা করছেন তারা।

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে একযোগে ৬টি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার জন্য নির্মাণাধীন প্রতিটি ব্রীজের পাশে বিকল্প হিসেবে অস্থায়ী বেইলি সেতু নির্মাণ করে সংশ্লিষ্ট ঠিকাদার। প্রায় ৪ মাস পূর্বে পুরাতন সেতু ভেঙ্গে নতুন সেতু কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

পুরাতন সেতু ভাঙ্গার আগেই এসব অস্থায়ী সেতু দিয়ে যান চলাচল নিশ্চিত করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু অস্থায়ী বেইলি সেতুগুলো টেকসই হয়নি বলেই এমন দূর্ঘটনা ঘটছে বলে মনে করেন ভুক্তভোগী যাত্রী সাধারন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.