Sylhet Today 24 PRINT

জমিদার, নবাব ও রেড হাউজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর যৌথ অভিযানে সিলেট নগরীতে ৩টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এই জরিমানা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পর্যন্ত সিলেট নগরীতে অভিযান চালানো হয়। এসময় নগরীর মেডিকেল রোডের জমিদার রেস্টরেন্টকে ৩ হাজার টাকা, নয়াসড়কের নবাব কিচেনকে ১৫ হাজার টাকা, মানিক পীর রোডের রেড হাউজকে ৮ হাজার টাকা- এই তিন রেস্টুরেন্টকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.