Sylhet Today 24 PRINT

দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমারন রশিদপুরে দুর্ঘটনার পর বন্ধ হয়ে পড়েছিলো সিলেট-ঢাকা মহাসড়কের যান চলাচল। তবে প্রায় ২ ঘন্টা পর সকাল ৯ টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হন।

দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিলোমিটারজুড়ে সব ধরণের যানবাহন আটকা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষে সকাল ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে চলাচল স্বাভাবিক হয়।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের উপ পরিচালক কোবাদ আলী সরকার জানিয়েছেন, হতাহতের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে এ পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), চালকের সহযোগি জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। বাকীদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.