Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিকের জন্য টেকসই গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে টেকসই আবাসন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সুরমা চা বাগানে প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন কাজের উদ্বোধন করেন মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহম্মেদ।

৪ লাখ টাকা ব্যয়ে সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে একজন বিধাব চা শ্রমিকের জন্য ঘরটি নির্মিত হচ্ছে। উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আলী আশ্রাব, সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন, ময়ল দেবরায়, অপু দত্ত, সমীর মৃধা, আওয়ামী লীগ নেতা প্রদীপ গৌড় ইউপি সদস্য আব্দুল লতিফ, এনাম মিয়া, সাইমুন মরমু, শেফালী মুন্ডা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.