Sylhet Today 24 PRINT

লেখক মুশতাক কিভাবে মারা গেলেন জানতে চায় দেশবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

কারাগারে লেখক মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা।

শনিবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকায় অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া’র সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রী শীলা রায়, জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধরাণ সম্পাদক নিমাই সরকার।

মানববন্ধন সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি যুবনেতা দুর্যোধন দাস দুর্জয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের মুশতাক আহমেদ- এর কি অপরাধ ছিলো, যে তাকে গ্রেপ্তার করা হবে। তাকে গত বছরের মে মাসে গ্রেপ্তার করা হয়। গত ৯ মাস যাবৎ তিনি কারাগারে ছিলেন। তিনি লিখেছিলেন করোনায় মহামারিতে সরকারের অব্যবস্থাপনা নিয়ে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তারের কোনো কারণ দেখাতে পারেন নি উল্লেখ করে বক্তারা বলেন, তার বিরুদ্ধে যে চার্জশিট দাখিল হয়েছিলো সেখানেও কোনো সুনিদিষ্ট কারণ উল্লেখ নেই। অথচ মৃত্যুর ৩দিন আগেও তিনি আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন। তাকে জামিন দেয়া হয়নি। ৩দিন পরে তিনি কারাগারে কিভাবে মারা গেলেন সেটা দেশবাসী জানতে চায়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.