Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ভুয়া নৌবাহিনী কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় ভুয়া নৌবাহিনী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুস সামাদ (৩৩)।

সে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগ্রামের মো. আব্দুল শহীদের ছেলে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুলাউড়া থানার ভাটারা ইউনিয়নের হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে নৌবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলমের নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভাটারা ইউনিয়নের হোসেনপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রতারক ও নিজেকে বাংলাদেশ নৌ বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে পরিচয় প্রদানকারী আব্দুল সামাদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট হতে নৌ বাহিনীর ভূয়া পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.