Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আ.লীগ প্রার্থী সেলিম বিজয়ী

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম (নৌকা) প্রতীক নিয়ে ১৩ হাজার ৩২২ ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র (আ’লীগ বিদ্রোহী) মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৯০ ভোট।

রোববার রাত ৮টা ৪৪ মিনিটে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মনোনীত জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট, হাতপাখা মার্কা নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব সামছুল হুদা পেয়েছেন ৮৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওছার (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র আইনজীবি গাজী পারভেজ হাসান (জগ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৮ ভোট।

এর আগে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন সম্পন্ন হয়। পরে একে একেক করে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসতে থাকে ফলাফল।

এদিকে, নির্বাচনকে ঘিরে উদ্বেগ-উৎকন্ঠা থাকলে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৯ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জনসহ ৬২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

হবিগঞ্জ পৌরসভায় ৫০ হাজার ৯শত ৩ জন ভোটার থাকলেও মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন...জন ভোটার। ১৮৮১ সালে প্রতিষ্ঠিত ৯ দশমিক ০৫ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণির এ পৌরসভায় বসবাস করেন প্রায় লক্ষাধিক মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.