Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় পাতার বিড়ি ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) -৯। এ ঘটনায় কেউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১ মার্চ) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) -৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল ফেঞ্চুগঞ্জ থানাধীন হাজীগঞ্জ এলাকা থেকে ৮ লাখ ১২ হাজার পিস পাতার বিড়ি ও ১৭ হাজার পিস বিস্ফোরক উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত মালামাল জব্দ করে সিলেটের কাস্টমস ও ভ্যাট কমিশনারের অফিস প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.