Sylhet Today 24 PRINT

লন্ডন থেকে সিলেট এলেন আরও ১৬২ যাত্রী, থাকতে হবে হোটেলে

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০২১

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসেছেন আরও ১৬২ যাত্রী। সোমবার (১ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানববন্দর থেকে সিলেট এমএজি ওসমানী বিমানববন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আসে। এই ফ্লাইটে করে আসেন ১৬২ যাত্রী।

এদিকে, যুক্তরাজ্যে নতুন ধরণের করোনার সংক্রমণের কারণে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার আসা ১৬২ যাত্রীকেও হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিমানববন্দরে নামার পরই যাত্রীদের নগরের বিভিন্ন হোটেলে নিয়ে যায় পুলিশ।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, সোমবার সকালে লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে ১৬২ জন যাত্রী সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। তাদেরকে সিলেটের বিভিন্ন হোটেলে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনের জন্য পাঠানো হয়েছে।

এদের মধ্যে হোটেল ব্রিটেনিয়াতে ২৭ জন, হোটেল অনুরাগে ১৮ জন, হোটেল নূরজাহানে ১১ জন, হোটেল হলিগেটে ৩০ জন, হোটেল হলি সাইডে ৮ জন, হোটেল স্টার প্যাসিফিকে ২০ জন, হোটেল লা রোজে ২৪ জন, হোটেল লা ভিস্তায় ১৫ জন, হোটেল রেইনবো গেস্ট হাউজে ৩ জন এবং রয়েল প্লাম হোটেলে ৬ জন উঠেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.