Sylhet Today 24 PRINT

লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরির বিরুদ্ধে বে-আইনি কর্মকাণ্ডের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০২১

ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরির বিরুদ্ধে বে-আইনি কর্মকাণ্ডের অভিযোগ এনে আন্দোলনের ডাক দিয়েছেন চুনাপাথর আমদানি ও ব্যবসার সাথে জড়িত ৩০টি ব্যবসায়ী সংগঠন।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, লাফার্জ কর্তৃপক্ষ ছাতকে আমদানিকৃত চুনাপাথর কোম্পানির ভেতর ক্রাশিং করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করছে। শুধুমাত্র আমদানিকৃত চুনাপাথর সিমেন্ট উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করার বিষয়ে  বাংলাদেশ ও ভারতের সাথে চুক্তি থাকলেও সে চুক্তির ব্যত্যয় ঘটছে বলেও অভিযোগ করেন তারা।

এছাড়াও, উৎপাদনমূখী শিল্পের কাঁচামাল খোলাবাজারে বিক্রির অনুমতি নেই, তাই স্থানীয় ক্ষুদ্র ব্যবসা কার্যক্রমেও লাফার্জ সম্পৃক্ত হতে পারে না বলে দাবি করেন ব্যবসায়ীরা।

এর আগে, ২০০৯ সালে লাফার্জের কর্তৃপক্ষ চিঠিতে, চুনাপাথর খোলাবাজারে বিক্রি না করার অঙ্গীকার করলেও তা রক্ষা করেনি।

একারণে চুনাপাথর আমদানি ও ব্যবসার সাথে জড়িত শতশত ব্যবসায়ীর আনুমানিক ৫ শত কোটি টাকা সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতৃবৃন্দের।

আগামী ৮ মার্চের মধ্যে লাফার্জ এসব কার্যক্রম বন্ধ না করলে ৯ মার্চ থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.