Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরীর স্মরণসভা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ মার্চ, ২০২১

যেখানেই অনিয়ম দুর্নীতি ছিল সেখানেই প্রতিবাদি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বজলুল মজুদ চৌধুরী খসরু। তার মাধ্যমেই বিভিন্ন অনিয়ম দুর্নীতি রুখে দেওয়া সম্ভব হয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের ২০১৭ সালের আন্দোলনে নেতৃত্ব প্রদানের মধ্যে অন্যতম নেতা ছিলেন তিনি। তাদের প্রতিবাদের মাধ্যমের হাওরে ফসলহানীর অনিয়ম দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসতে হাওর দুর্নীতিবাজদের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। যার হাতে গড়া সংগঠন আজ বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে। হাওরের মানুষের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করে গেছেন তিনি। এমন একজন মহারতিকে হারিয়ে সুনামগঞ্জবাসী শোকাহত।

মঙ্গলবার বিকেলে হাওর বাঁচাও আন্দোলনের আয়োজনে সুনামগঞ্জ পৌর চত্বরে সদ্যপ্রয়াত হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু’র স্মরণে শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বজলুল মজিদ চৌধুরী খসরু‘র স্মৃতিচারণ করে বলেন, চৌধুরী খসরু ছিলেন একজন আপাদমস্তক সজ্জন, সদালাপী, নীতিবান মানুষ। বহুমাত্রিক গুণের অধিকারী মানুষটি সততা ও নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করেছেন। বর্ণাঢ্য জীবনে আইনপেশার সাথে সাথে, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ নিয়ে গভেষণা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখেন তিনি।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরীর শুভ‘র সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়।

শোকসভায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা রমেন্দ্র কুমার দে, নারী নেত্রী শীলা রায়, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সিনিয়র আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী,  অ্যাডভোকেট চান মিয়া, অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, সংগঠনের সহ সভাপতি চিত্তরঞ্জন তালুকাদার, সুখেন্দু সেন, স্বপন কুমার রায় দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি জালাল উদ্দিন, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন দাস, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, অ্যাড. মতিয়া বেগম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ, সদর উপজেলা কমিটির সহসভাপতি দুলাল মিয়া, সুনামগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি কবি শেখ একেএম জাকারিয়া, সহ সভাপতি কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।  

শোকসভার শুরুতে শোকবার্তা পাঠ করেন মহিলা পরিষদের সভানেত্রী গৌরি ভট্টাচার্য্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.