Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে জাল টাকাসহ কিশোরগঞ্জের ৩ জন আটক

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৪ মার্চ, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে জাল টাকাসহ কিশোরগঞ্জের তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মো: আবুবকর খানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা কালিনগর তেমুনিয়া থেকে সাড়ে ৭ হাজার টাকার জাল নোটসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার  ফটিয়াদী উপজেলার পাচলী পাড়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে নাজির আহমেদ (৪৫) মৃত জামাল মিয়ার ছেলে সুহাগ মিয়া(৩৪) ও নিখিল থানার মজলিশ পুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আলআমিন (৩০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার কারবার করে আসছিলেন তারা। জাল টাকা হাতবদল হবে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল তাদের তল্লাশি করে ১ হাজার ৬ টি নোট ৫ শত টাকার ৩ টি  জাল নোট জব্দ করে।

চুনারুঘাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা বাজারে ছড়াচ্ছিলেন। তিনজনের নামে জাল টাকার মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.