Sylhet Today 24 PRINT

র‌্যাবের অভিযানে নগরের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০২১

সিলেট নগরের ২টি রেস্টুরেন্ট, ২টি ফাস্টফুডের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত ওই ৫ প্রতিষ্ঠানে চালানো হয়। অভিযানকালে নগরীর বন্দরবাজারস্থ দিলশান রেস্টুরেন্টকে ৩ হাজার, সুমাইয়া ফাস্ট ফুডকে ২ হাজার, নিউ উত্তরা রেস্টুরেন্টকে ৫ হাজার, মা ফাস্ট ফুডকে ২ হাজার ও সুরমা বিজ ভান্ডারকে ৫ হাজার জরিমানা  করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও আফসান আল আলম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটে সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.