Sylhet Today 24 PRINT

অনলাইনে চা নিলামে ‘অ্যাপস’ পরিচিতি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে চা ব্রোকার্স ও বায়ারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ কর্মশালার আয়োজন করে যমুনা টেক।

কর্মশালায় উপস্থিত ছিলেন টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক জহর তরফদার, যমুনা টেকের সিইও শেখ সাদী, শ্রীমঙ্গল চা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. হেলাল, পদ্মা টি সাপ্লাই স্বত্তাধীকারি মেঘনাদ হাজরা প্রমুখ।

এসময় যমুনা টেকের সিইও বলেন, ‘অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে ব্যবসায়ীরা স্বল্প খরচে চা নিলামে অংশ গ্রহন করতে পারবেন।’

চা সংশ্লিষ্টরা বলেন, ‘অ্যাপসের মাধ্যমে চা নিলাম শুরু হলে তাদের সময় ও টাকা দু’টোই বাঁচবে। চায়ের বিভিন্ন কোয়ালিটি ও মূল্য ঘরে বসে জানা যাবে, এতে করে সহজেই চায়ের বাজার চাঙ্গা করা যাবে।’

ব্যবসায়ীরা বলেন, ‘দ্রুত অ্যাপসের মাধ্যমে চা বোর্ড চা নিলাম শুরু করলে করোনাকালীন সময়ে ব্যবসায়ীসহ সকলের উপকার হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.