Sylhet Today 24 PRINT

গরু চুরির অভিযোগে যুবককে আটক করে পুলিশে দিলো গ্রামবাসী

জুড়ী প্রতিনিধি  |  ০৭ মার্চ, ২০২১

মৌলভীবাজারের জুড়ীতে গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে গ্রামবাসী। পরে আটক ব্যক্তিকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।

শনিবার  রাত  আড়াইটার সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে থেকে গরু চুরির অভিযোগে জয়নাল উদ্দিন (২৫)কে আটক করা হয়। জয়নালের বাড়ি একই এলাকায়। তার বিরুদ্ধে গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী।

আটকের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার মাধ্যমে তাকে জুড়ী থানায় হস্তান্তর করা হয়।

গ্রামের বাসিন্দারা জানান, প্রায় ১০ বছর আগে গরু চুরির কারনে এলাকাবাসী জয়নালের পরিবারকে এলাকাছাড়া করেন। পরবর্তীতে তারা অন্য এলাকায় (বীরগুগালী গ্রামে) বসবাস শুরু করে।

ইউপি সদস্য জমির আলী জানান, গত কয়েকদিন থেকে জুড়ীতে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার মানুষজন রাতে পাহারা দেওয়া শুরু করেন। এই পাহারার ফলে জয়নালকে আটক করা সম্ভব হয়েছে।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, গত কয়েকমাসে আমার ইউনিয়ন থেকে বেশ কয়েকটি গরু চুরি হওয়ায় মানুষ অতিষ্ট হয়ে গেছে।

জুড়ী থানার ওসি( তদন্ত) আবুল কালাম বলেন, জয়নালের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.