Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : বিমান প্রতিমন্ত্রী

মাধবপুর প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২১

স্বচ্ছ পরিচালনায় বাংলাদেশ বিমানের বহরে নতুন বিমান যুক্ত হচ্ছে জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, ‘শুধু বিমান নয় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। ইতোমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ একনেকে অনুমোদিত হয়েছে। কিছুদিনের মধ্যেই সিলেটবাসীর দীর্ঘদিনের দাবীর কাজ শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘মহামারীর করোনার মধ্যেও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে। কিন্তু সরকার ও দেশের বিরুদ্ধে স্বাধীনতার পরাজিত শক্তি এখানো সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকল ষড়যন্ত্র ছিন্ন করে জাতিকে কাজ করতে হবে।’

রোববার বিকালে হবিগঞ্জের মাধবপুর শহিদ মিনার প্রাঙ্গণে ৫টি চা বাগানে অসহায় দুঃস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে নগদ অনুদান, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সমাজসেবা উপ-পরিচালক হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, চেয়ারম্যান ফারুক পাঠান, আপন মিয়া, আরিফুর রহমান, শফিকুর রহমান, শহিদ উদ্দিন, সাহাব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আলী আশরাফ, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.