Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০২১

‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’, ‘করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন।

অনুষ্ঠানে ৪৬জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতায় ৩ জন মহিলাকে পুরষ্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.