Sylhet Today 24 PRINT

বিয়েতে আসা বৃদ্ধকে মোটর সাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ মার্চ, ২০২১

সিলেটে সদর উপজেলার হাউসা গ্রামে বেপোরোয়া মোটর সাইকেলের ধাক্কায় আিহত হওয়া বৃদ্ধ মারা গেছেন। সোমবার (৮ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল গনি (৮০) নামের ওই বৃদ্ধ।

নিহত আব্দুল গনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার লামাপারকুল গ্রামের বাসিন্দা ছিলেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গত ৬ মার্চ (শনিবার) আব্দুল গনি তার আত্মীয়ের বিয়েতে অংশগ্রহণের জন্য সিলেট জালালাবাদ থানাধীন হাউসা গ্রামের সামিনা কমিউনিটি সেন্টারে আসেন। বিকেল ৩টার দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে সামিনা কমিউনিটি সেন্টারের সামনে এসে নামামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল আব্দুল গনিকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।

এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ (সোমবার) তৃতীয় দিন সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল গনি।  

এ বিষয়ে আব্দুল গনির ছেলে মো. সাজ্জাদুর রহমান সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.