Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৫ মার্চ, ২০২১

সিএনআরএস ‘সূচনা প্রকল্প’র আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে ‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিএনআরএস সূচনা কর্মসূচি, কমলগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও প্রজেক্টরের মাধ্যমে অগ্রগতি তুলে ধরেন সূচনা প্রকল্পের শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার প্রকল্প সমন্বয়কারী মোস্তফা হায়দার মিলন।

মুক্ত আলোচলায় অংশ নেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেদায়েত উল্ল্যা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, উপকারভোগী আরতী রানী নাথ, ঝর্ণা আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.