Sylhet Today 24 PRINT

পাঁচ দফা দাবিতে বিশ্বনাথ ‘ফারিয়া’র মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৫

পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সিলেটের বিশ্বনাথে ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টটিভ এসোসিয়েশন ‘ফারিয়া’র বিশ্বনাথ শাখার নেতৃবৃন্দ।

দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি পে-স্কেলে ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, টিএ/ডিএসহ অন্যান্য ভাতা প্রদান, নিতিমালা প্রনয়নে চাকরির নিশ্চয়তা প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি প্রদান ও ফারিয়া’কে সরকারিভাবে অনুমোদন দেওয়া। আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাসিয়া ব্রিজের ওপর তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আন্দোলন কমিটির আহবায়ক কামরুজ্জামানের উপস্থাপনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম, সাহাব উদ্দিন, সুমন চন্দ্র, কৃষ্ণ কমল রায়, আব্দুল কাদের, দিাদরুল ইসলাম, মনিরুল ইসলাম, এনামুল ইসলাম, কুতুবুল আলম মণি, শরিফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, কামাল হোসেন, ইউনুস আলী, সাঈদুল ইসলাম, উজ্জল দ্বীপ, মতিউর রহমান, আল-আমিন ও সওকত হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.