Sylhet Today 24 PRINT

লকডাউনের আগেরদিন নিত্যপণ্যের দোকানে ভিড়, নগরজুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০২১

সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে লকডাউন। করোনা সংক্রমণ প্রতিরোধে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন শুরুর আগের দিন ভিন্ন এক চিত্র দেখা গেলো সিলেট নগরে। নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোতে উপচেপড়া ভিড়। সড়কজুড়ে তীব্র যানজট। কোথাও পা ফেলবার ফুসরত নেই। রোববার সকাল থেকে রাত পর্যন্ত এমন চিত্র দেখা যায় নগরের বিভিন্ন এলাকায়।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেল স্টেশনের যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। লকডাউনে বাড়ি ফেরার হিড়িক পড়েছিলো নগরে বসবাসরত মানুষদের মধ্যে।

বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা নগরী ছাড়ছেন। টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টার ও রেল স্টেশনে টিকেট কাউন্টারের সামনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

সিলেটে নিত্যপণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ঢল নামে। রোববার (৪ এপ্রিল) নগরীর পাইকারি দরের বড় বাজার কালিঘাটসহ বিভিন্ন বাজার ঘিরে উপচে পড়া ভিড় দেখা গেছে। লকডাউনের আগে নিত্যপণ্য মজুদের প্রবণতা দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.