Sylhet Today 24 PRINT

মাধবপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর

মাধবপুর প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুর বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও মাধবপুর থানার অফিসার ইনচার্জসহ একদল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, ভবানিপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী খায়রুন নাহার জানান, আবুল কালামের সঙ্গে উত্তর নোয়াপাড়া গ্রামের খেলু মিয়ার ছেলে টিপু মিয়া ও আব্দুর রহমানের ছেলে খেলু মিয়ার বালুর ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। গতকাল টিপু ও খেলুর নেতৃত্বে হামলা করে ঘরবাড়ির ভাংচুর করে সব জিনিসপত্র নিয়ে গেছে।

আবুল কালামের বোন মোছা. নিলুফা আক্তার জানান, প্রায় ৪০০ থেকে ৫০০ জন লোক আমাদের বাড়িতে এসে হামলা করে ভাংচুর করে। স্বর্ণালংকার ছিল সেগুলো নিয়ে গেছে।

আবুল কালামের আরেক বোন সুরাইয়া বেগম জানান, টিপুরসহ লোকজন এসে ঘর দুয়ার ভাংচুর করেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান ,আবুল কালামের মা রহিমা বেগম বাদি হয়ে একটি মামলা করেছেন। যারা এই ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.