Sylhet Today 24 PRINT

ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ, পাপলুর বিরুদ্ধে চার্জশিট

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২১

গোলাপগঞ্জে ভুয়া প্রকল্পের নামে টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুদকের করা মামলায় গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ পাপলুসহ তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলা সূত্রে জানা যায়, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু গোলাপগঞ্জ পৌরসভার মেয়র থাকাকালীন সময় ভুয়া ১২ প্রকল্পের নামে টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে দুদক একটি মামলা করে। এ মামলায় জাকারিয়া আহমদ পাপলু, তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব যোগেশ্বর চ্যাটার্জি, কার্যসহকারী সাব্বির আহমদ এবং অফিস সহকারী জহিরুল ইসলাম বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।

২০১৭ সালের ২১ ডিসেম্বর দুদক সিলেট অফিসের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় এ মামলা করেন। মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালে ১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে তৎকালীন মেয়র পাপলু প্রভাব খাটিয়ে প্রকল্পের ৬ লাখ ২৯ হাজার ৭৭২ টাকা আত্মসাৎ করেছেন। তদন্ত শেষে দুদকের তদন্তকারী জাকারিয়া আহমদ পাপলুসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.