Sylhet Today 24 PRINT

মাধবপুরে কবরস্থান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

মাধবপুর প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে একটি কবরস্থান নিয়ে দু গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রাম ও রতনপুর গ্রামের ঘাট্রলবাড়ির গোষ্ঠীর মধ্যে করবস্থানের বাউন্ডারি নির্মাণ নিয়ে বিরোধ দেখা দেয়। এসময় কবর স্থানের আধিপত্যবিস্তার উভয় পক্ষের লোকজনে মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন।

আহতের মধ্যে সেজু মিয়া (৫০), আশরাফুল (৩০), রেজ্জাক (৪০), শফিকুল (২২), দুলাল (৪৫), জুয়েল (২১),সোহেল (২২), জালাল (৩৫), রইছ আলী (৬৫), রঙ্গু মিয়া (৫৭), আজিজসহ (৪০) কমপক্ষে ১৫জন আহত হন। আহতরা মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান, কবরস্থান নিয়ে দু দল গ্রামবাসীর পাল্টপাল্টি ধাওয়ার খবর পেয়ে সিনিয়র এএসপি মহসিন আল মুরাদের নির্দেশনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। এখন এলাকা শান্ত রয়েছে। পুলিশ সর্তক আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.