Sylhet Today 24 PRINT

নগরী থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০২১

সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সজল দেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই ঘটনার ১০ মিনিটের মাথায় দুপুর সোয়া ২টায় কাজীটুলা জামে মসজিদের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

আটক সজল জগন্নাথপুর উপজেলার বোল্লারগাঁও গ্রামের মৃত গোপাল দেবের ছেলে।

পুলিশ জানায়- বুধবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে ধারালো চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরই কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) নূর মোহাম্মদ তাপাদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কাজীটুলা জামে মসজিদের সামনে থেকে ওই ছিনতাইকারীকে আটক করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, ছিনতাইকাজে ব্যবহৃত ১টি চাকু ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহমান (২১) নামের এক যুবক বাদী হয়ে থানায় মামলা (মামলা নং-১৯, তাং-০৭/০৪/২০২১খ্রি.) দায়ের করেছেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.