Sylhet Today 24 PRINT

১২ ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০১৫

আগামী ১২ ডিসেম্বর শনিবার সিলেট সফরে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ওইদিন (১২ ডিসেম্বর, শনিবার) প্রধানমন্ত্রী মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদানের পাশাপাশি সিলেটে একটি জনসভায় বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (নভেম্বর) মদন মোহন কলেজের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ৭৫ বছরপূর্তি উৎসবে যোগ দেয়ার আমন্ত্রণ জানালে তিনি সিলেটে আসার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সিলেট সফরে আসার সম্ভবনার কথা জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সিলেট সফরে আসতে পারেন। সিলেট সফরে আসলে তিনি ওইদিন মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগ দেবেন।

কামরান আরো বলেন, প্রধানমন্ত্রী সফরে আসলে সিলেটে একটি জনসভায় বক্তব্য দেয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধি দলকে নিয়ে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সাক্ষাতকালে অর্থমন্ত্রী মদন মোহন কলেজের সাবেক কৃতি শিক্ষার্থীদের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবগত করেন। তখন প্রধানমন্ত্রী উৎসবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে মদন মোহন কলেজের প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন-মদন মোহন কলেজের অধ্যক্ষ ড.আবুল ফাতেহ ফাত্তাহ, উপাধ্যক্ষ শর্ব্বানী অর্জুন, রফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট বেদানন্দ ভট্রাচার্য্য, সিলেট আইনজীবী সমিতি সাবেক সভাপতি অ্যাডভোকেট এ ইউ শহিদুল ইসলাম শাহিন, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, ডা. হিমাংশু লাল রায়, অধ্যাপক জাকির হোসেন, মদন মোহন কলেজ শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আছমা-উল-হুসনা, আব্দুল হামিদ, শংকর চৌধুরী, আহমদ হোসেন, রজত কান্তি ভট্রাচার্য্য, প্রদিপ কুমার দে, হুসনে আরা কামালী, জয়া রানী আইন, শিক্ষক পরিষদ সম্পাদক উজ্জল দাস প্রমুখ। 

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসব পালন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.