Sylhet Today 24 PRINT

মাধবপুরে জন্মনিন্ধনে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিলেন উদ্যোক্তা

মাধবপুর প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে জন্মনিবন্ধন করতে অতিরিক্ত অর্থ আদায় করেন ছাতিয়াইন ইউনিয়নের উদ্যোক্তা।

সম্প্রতি ওই ইউনিয়নের এক ব্যক্তি তার স্বজনের জন্য দুটি জন্মনিবন্ধন সনদ আনতে গেলে উদ্যোক্তা প্রাণতোষ সুত্রধর ৬০০ টাকা নেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উদ্যোক্তা টাকা ফেরত দিয়েছেন।

উপজেলার বাঘাসুরা গ্রামের মো. সবুজ চৌধুরী জানান, তিনি বেশ কিছুদিন যাবত তার আত্মীয় বাড়ি ছাতিয়াইন গ্রামে বসবাস করেন। সম্প্রতি তার আত্মীয় নুর হোসেনের মেয়ে মোছাঃ নুরে জান্নাত তানিশা ও মোছাঃ আয়েশা সিদ্দিকী আদিবা’র জন্য দুটি জন্মনিবন্ধনের সনদের প্রয়োজন পড়ে। জন্মনিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে গেলে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা তার নিকট ৬০০ টাকা দাবি করেন। সবুজ ৬০০ টাকা দিয়ে জন্মনিবন্ধন করান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার কাছ থেকে টাকা বেশি নেওয়া হয়েছে। পরে টাকা ফেরত দিতে উদ্যোক্তাকে চাপ দিলে উদ্যোক্তা বৃহস্পতিবার ৪০০ টাকা ফেরত দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন।
 
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা প্রাণতোষ সুত্রধর জানান, একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। সমাধান হয়ে গেছে। টাকা ফেরত দেবার বিষয়টি জানতে চাইলে তিনি স্বীকার করেছেন।
 
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উদ্দিন আহামেদ জানান, বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কেউ কিছু বলেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.