Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে হামলায় কৃষক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২১

সিলেটে বর্গা জমির ধান ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় ময়না মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতু গ্রামের পার্শবর্তী হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ময়না মিয়া জাতুগ্রামের মকদ্দস আলীর ছেলে। এ ঘটনায় ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন আহত হয়েছেন। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতু গ্রামের আব্দুস ছোবহানের মালিকানাধীন কিছু জমিতে বর্গা বোরো ধান চাষ করেন ময়না মিয়া। শুক্রবার দুপুরে জমির মালিক আবদুস সোবহান ও কৃষক ময়না মিয়া ধান ভাগাভাগির জন্য হাওরে যান। এসময় ধানের ভাগ নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে আবদুস ছোবহান ও তার পক্ষের লোকজন হামলা চালালে ঘটনাস্থলেই ময়না মিয়া মারা যান। আহত হন ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, নিহত ময়না মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.