Sylhet Today 24 PRINT

১১টি আইসিইউ বেডসহ নূরজাহান হাসপাতালে করোনা ইউনিট চালু

নিজস্ব প্রতিবেদক |  ১০ এপ্রিল, ২০২১

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলো ঠাঁই দিতে পারছে না রোগীদের। সবচেয়ে বেশি সঙ্কট দেখা দিয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)। আইসিইউর জন্য রীতিমত হাহাকার শুরু হয়েছে।

এমন পরিস্থিতি আলাদা করোনা ইউনিট চালু করেছে নগরের বেসরকারি চিকিৎসাকেন্দ্র নূরজাহান হাসপাতাল।

নগরের  দরগাহগেইট এলাকার এ হাসপাতালে ২৩ শয্যার আলাদা করোনা ইউনিট চালু করা হয়েছে। যাতে ১১টি আইসিইউ ইউনিট রয়েছে।  হাসপাতালটির করোনা ইউনিটের দায়িত্বে রয়েছেন ডা. সুমন দে।

নূরজাহান হাসপাতালের পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান জানান, সারাদেশের মতো সিলেটেও হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং ডেডিকেটেড হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আবারো করোনা ইউনিট চালু করা হয়েছে।

হাসপাতালে আলাদা ফ্লোরে করোনা ইউনিট চালু করার পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে আলাদা লিফট এবং প্রবেশ পথ। এতে করে সাধারণ চিকিৎসা নিতে আসা রোগীরা ঝুঁকিমুক্ত থাকবেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.