Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর যুবলীগের মাস্ক বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাস প্রতিরোধে নগরীর বন্দরবাজার, লালবাজার, কোর্ট পয়েন্টে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেছে সিলেট মহাগর যুবলীগ।

রোববার (১১ এপ্রিল) বেলা ২টায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ মানুষের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন।

এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সিলেট মহানগর যুবলীগ দেশের যে কোন সংকটময় সময়ে সব সময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এর ধারবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশে ২য় বারের মতো করোনা মহামারি দেখা দিয়েছে। তাই সবাইকে সব সময় সচেতন থাকার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি সবাইকে মুখে মাস্ক পরিধান করে চলাফেরার আহ্বান জানান।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে আফজাল হোসেন, রুহুল আমিন, আজাদ উদ্দিন, আকিল আহমদ। এছাড়াও সিলেট মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.