Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যুৎ কর্মকর্তার অভিযোগে ব্যবসায়ী নেতা গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২১

বকেয়া বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জের এক কর্মীকে মারধর করার অভিযোগে থানায় দায়েরকৃত মামলায় এক ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২২ মার্চ বেলা ১টায় শমশেরনগর বাজারে এ ঘটনাটি ঘটলে পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।

শনিবার (১০ এপ্রিল) রাতে এ মামলার ১ নম্বর আসামি শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে কমলগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে।

পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মীর গোলাম ফারুক বলেন, বকেয়া বিলের কারণে গত ২২ মার্চ সোমবার এ অফিসের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনের নেতৃত্বে বিদ্যুৎকর্মীরা শমশেরনগর কাঁচা বাজার (ভেতর বাজার)-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। এ সময় কতিপয় ব্যবসায়ী পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনকে মারধর করেছিল। এ ঘটনায় ২২ মার্চ সোমবার রাতেই শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৪ জনের নাম উল্লেখসহ আরও ৮ জনকে অজ্ঞাত দেখিয়ে করে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছিল। এ মামলার ১ নম্বর আসামি শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিদ্যুৎ কর্মকর্তাকে মারধর করার মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.