Sylhet Today 24 PRINT

ছাতকে ঝড়ে ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি, বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত

ছাতক প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২১

ছাতক কালবৈশাখী ঝড়ে উপজেলার ২টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের কবলে এলাকার অধিকাংশ কাঁচা বসতঘর বিনষ্ট হয়েছে। কিছু কিছু এলাকার বিদ্যুৎ ব্যবস্থাও বিঘিত হয়েছে। এখনো বিভিন্ন এলাকা রয়েছে বিদ্যুৎহীন।

ঝড়ের কবলে পড়ে ভেঙ্গে গেছে অসংখ্য ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ। শনিবার শেষ রাতে উপজলার কালারুকা ও জাউয়াবাজর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়।

মুক্তিরগাঁও গ্রামর সমরাজ মিয়া জানান, ঝড়ের কবলে পড়ে তাদের এলাকার একটি হাইস্কুলসহ প্রচুর কাঁচা বসত ঘরের চালা, বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে।

ছাতক বিদ্যুৎ বিভাগর উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিন জানান, বিভিন্ন এলাকায় ঝড়ে ১৩২ কভি লাইনসহ বেশ কয়কটি বিদ্যুৎ লাইন ছিড়ে পড়ে যায়। ফলে এসব এলাকায় বিদুৎ সংযাগ বিচ্ছিন্ন রয়েছে। ধারনবাজার, জালালপুর, জামুদরটুপি, নয়া লম্বাহাটিসহ ২০টি এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙ্গে পড়ে সংযাগ বিচ্ছিন্ন আছে। রবিবার সকাল থেকেই ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইনের মেরামত কাজ চলছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.