Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বন্য শূকরের আক্রমণে চা শ্রমিকের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটের নালুয়া চা বাগানে বন্য শূকরের আক্রমণে এক চা শ্রমিক মারা গেছেন। নিহতের নাম পূর্ণিমা মুন্ডা (৬০)। তিনি ওই বাগানের পশ্চিমটিলার মৃত গোপেশ মুন্ডার স্ত্রী।

রোববার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের গুটি বাড়ি ১৬ নম্বর পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের নালুয়া চা বাগানের গুটি বাড়ি ১৬ নম্বর পিলারে পাশে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন পূর্ণিমা মুন্ডা। হঠাৎ বন্য শূকর তার ওপর আক্রমণ চালায়। এসময় পূর্ণিমার চিৎকার শোনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বলেন, ‘পূর্ণিমার শরীরের বিভিন্ন জায়গায় বন্য শূকরের আক্রমণের চিহ্ন রয়েছে। তার মুখে, গালে, বুকের ডান পাশ ও ডান পাশের দাঁতে কামড়ের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.