Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট চাঁন্দপুর চা বাগানে চিকিৎসা অবহেলায় এক চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া সুজন তাঁতী (২৫) ওই বাগানের  কুশ তাঁতীর ছেলে।

এ অভিযোগে সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বাগানের চা শ্রমিকরা জড়ো হয়ে ২ দিনের জন্য আন্দোলনের ডাক দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

শ্রমিকদের অভিযোগ, রবিবার বিকালে পেট ব্যাথা নিয়ে সুজন তাঁতী চাঁন্দপুর চা বাগান হাসপাতালে ভর্তি হন। সেখানে সুজন তাঁতীকে প্যারাসিটামল ছাড়া তাকে আর কোন চিকিৎসা দেওয়া হয়নি। যথাযথ চিকিৎসা না পেয়ে সুজন তাঁতী মারা যান বলে অভিযোগ করছেন সুজন তাঁতীর পরিবারের লোকজন। পরে চাঁন্দপুর চা বাগান হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে বাগানের চা শ্রমিকরা আন্দোলনের ডাক দেন।

এ খবর পেয়ে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত চা শ্রমিকদের পরিস্থিতি শান্ত করেন এবং বিচারের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন -চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন মুরাদ, চাঁন্দপুর চা বাগানের ম্যানেজার শামীম আহমেদ, আমু চা বাগানের ম্যানেজার রেজাউল করীম, নালুয়া চা বাগানের ম্যানেজার - ইফতেখার এনাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা রুমন ফরাজি, চা শ্রমিক নেতা স্বপন সাওতাল, নিপেন পাল, কাঞ্চন পাত্র, যুবরাজ ঝরা, খাইরুন আক্তার, সন্ধ্যা ভৌমিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.