Sylhet Today 24 PRINT

যাদুকাটা নদীতে কাজের দাবিতে হাজারো শ্রমিকের মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি  |  ১৩ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে হাজারো কর্মহীন বালু পাথর শ্রমিক। উপজেলার লাউড়েরগড়, ঘাগটিয়া, বাদাঘাট, শাহিদাবাদ, বারিকটিলা, শিমুলতলাসহ যাদুকাটা নদীর তীরবর্তী ৩০টি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় বাদাঘাট ইউনিয়ন গড়কাটি কুরের পাড় যাদুকাটা বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, তাহিরপুর জাদুকাটা নদীর বালু-পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণত সম্পাদক আব্দুস শাহিদ, বাদাঘাট ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ড সদস্য রেনু মিয়া, বালু পাথর ব্যবসায়ী বিল্লাল হোসেন, হাকিকুল মিয়া, মোতালেব মিয়া, রহিছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, কায়রাত হোসেন, কামাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, প্রায় দুবছর ধরে যাদুকাটা নদীতে আমরা কাজ করতে পারি না। আমাদের ঘরে ভাত নাই। কাজ করতে না পারায় খুব কষ্টে জীবনযাপন করছি। ছেলে মেয়ে লেখাপড়া বন্ধ রয়েছে। সংসার খরচ নিয়ে দিশেহারা। এলাকায় কাজের কোন সুযোগ নেই। কিছু স্বার্থনেষী মহল এই নদীকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে হাইকোর্ট রিট করেছে আমাদের রুটি রুজি বন্ধ করতে। করোনার সময়ে আমরা কোন সরকারী সুযোগ সুবিধা পায়নি। রমজান মাস চলে এসেছে কিন্তু আমাদের ঘরে ভাত নেই। আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে অতিসত্বর যাদু কাটা নদীতে আমাদের কাজের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, যাদুকাটা নদী থেকে কয়লা, পাথর ও বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার স্থানীয় নারী পুরুষ। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২০২০ সালের মার্চ থেকে সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.