Sylhet Today 24 PRINT

কলেজ ছাত্র খুনের প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ১১ নভেম্বর, ২০১৫

সিলেটের ভোলাগঞ্জ কোয়ারিতে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হওয়া এমসি কলেজ ছাত্র ও মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদ ছোটনের খুনীদের গ্রেপ্তার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভোলাগঞ্জ।

আজ বুধবার দুপুরে ভোলাগঞ্জ বাজারে মুক্তিযোদ্ধা কমান্ড সহ ৬ সংগঠনের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। এ মানববন্ধনে শরীক হন এলাকার হাজারো মানুষ।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান ও এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী শামীম আহমদ ছোটনকে ঘাতকরা পাথর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করে। পরে ধারা অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ সময় ছোটন বার বার বাচার আকুতি জানালেও ঘাতকদের মন কাঁপেনি। উল্টো তারা খুনের ঘটনার পর কোয়ারি এলাকায় উল্লাস করেছে।

বক্তারা অবিলম্বের খুনিদের গ্রেপ্তার দাবি করেন, শামীমের খুনীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে এলাকায়। পুত্র হত্যার বিচার চাওয়ায় মুক্তিযোদ্ধা পিতাকে হুমকি দেওয়া হচ্ছে। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার না করলে ভোলাগঞ্জ সহ কোম্পানীগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করবেন।

ভোলাগঞ্জ বাজারে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে কোম্পানীগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ ও যুব কমান্ড, ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমাবায় সমিতি, ভোলাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভোলাগঞ্জ আদর্শ গ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ভোলাগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামপুর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল আহাদ। মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সদস্য মনজুর আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সামসুদ্দিন আহমদ, হাজী আবুল বশর।

সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ, সুর্য মালাকার, হাজী সমর আলী, আব্দুল মজিদ, ফজলু মিয়া, আব্দুল মোতালিব, গৌছ মিয়া, ছোয়াব আলী, সবর আলী, হাজী ফরমান আলী, দুরবিন শাহ, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, হাজী আব্দুল আউয়াল, মিজানুর রহমান, রশিদ আহমদ, কবির আহমদ, ডা. রাজু আহমদ সাজন, শাহ আলম ভ্ইুয়া, রুবেল আহমদ, এম এ হান্নান, শেখ রাজু, সোহেল আহমদ জনি, ডা. এহসানুল হক, বাবু শৈলন চন্দ্র নাথ, আদর্শ গ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.