Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি না মানায় চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

এ সময় ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় ৩টি মামলায় ১হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

চুনারুঘাট থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেছেন। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪থেকে ২১এপ্রিল পর্যন্ত "কঠোর লকডাউন" বাস্তবায়নে চুনারুঘাট উপজেলা প্রশাসন সঠিক ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.