Sylhet Today 24 PRINT

কঠোর লকডাউন বাস্তবায়নে ছাতকে কঠোর প্রশাসন

ছাতক প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ছাতকে কঠোর অবস্থানে প্রশাসন। লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ সকাল থেকেই ছাতক-সিলেট সড়কে অবস্থান করতে দেখা গেছে।

ফলে ছাতক-গোবিন্দগঞ্জ ও গোবিন্দগঞ্জ-জাউয়া সড়কে যান ও জনশূন্য রয়েছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া বিধিনিষেধ আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। লকডাউনের সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অতি প্রয়োজনে যারা রিকশা বা সিএনজি অটোরিকশায় বের হচ্ছেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ঘর থেকে বের হওয়ার কারণও জানতে চাচ্ছে পুলিশ।  যানবাহনের বিরুদ্ধেও নেয়া হচ্ছে আইনী ব্যবস্থা।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। প্রশাসনের পাশাপাশি সচেতনতার মাধ্যমে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে এই পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.