Sylhet Today 24 PRINT

প্রথম দিনের লকডাউনে ফাঁকা জুড়ীর রাস্তাঘাট

জুড়ী প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে জুড়ীতে তেমন জনচলাচল লক্ষ্য করা যায়নি।

সকাল বেলা সামান্য কয়েকটা দোকান খুললেও ইউএনও ও ওসির তৎপরতায় তা বন্ধ করে দেওয়া হয়।বিকাল ৪ টা পর্যন্ত কাঁচাবাজার খোলা ছিল তবে হোটেল খোলা থাকলে ও রমদ্বান থাকায় বেচাকেনা নেই।

সকালে জুড়ী থানার সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম মোবাইল কোর্ট বসিয়ে  ২০০ জরিমানা আদায় করেন।

তিনি বলেন, লকডাউনের প্রথম দিন তাই দুই-একটি দোকান খুলেছিল তবে সাথে সাথে আমরা বন্ধ করে দিয়েছি। সকালে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট বসিয়ে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার কারনে ৩ জনের কাছ থেকে  ১৫০০ টাকা জরিমানা আদায় করেন।

জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী জানান, সরকার ঘোষিত লকডাউনে যাতে কোন মানুষ বিনা কারণে ঘর থেকে বের না হয় সেজন্য পুলিশ সব সময় রাস্তায় আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.