Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত

তাহিরপুর প্রতিনিধি  |  ১৪ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।  

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- তারাব আলী (৪৫), শিমুল মিয়া (২১), শিরিন মিয়া(৪৫), আলাউদ্দিন (৪০), জাফর আলী (৩০), শহিদ মিয়া (২৫), সাইবুল (৩৫), হাবিবুর (৩০),জসিম মিয়া (২৬), আলাউদ্দিন (৩০),আবুল হোসেন (৩৫), অজুদ মিয়া (৩২), কাসেম মিয়া (২৭),আব্দুল্লাহ (২০), আশিকনুর (৩৮),আফল আলী (২৭)সহ উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে।

গুরুতর আহত উভয় পক্ষের ১৫ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বর্তমানে দুই পক্ষের লোকজনের মধ্যে পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের উমর আলীর বাতিজা শিমুল মিয়া ও আমির আলীর চাচাতো ভাই হাবিব মিয়ার মধ্যে মঙ্গলবার সকালে কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় এ বিষয়টিকেই কেন্দ্র করে আবার বালিয়াঘাট নতুন বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয়ই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বালিয়াঘাট গ্রামের সামনে ফের ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়ই পক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.