Sylhet Today 24 PRINT

লকডাউন ভঙ্গ: ছাতকে ২২ মামলায় ২১ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০২১

ছাতকে করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে লকডাউনের দ্বিতীয় দিনে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ছাতক উপজেলা প্রশাসন৷

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  ২২টি মামলায় ২১হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রহমান।

এসময় শহরের মনিকা প্লাজায় দোকান খোলা রাখায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা এবং বিধিনিষেধ অমান্য করায় সিএনজি অটোরিকশাকে ১৬টি মামলায় ৩২শ টাকা জরিমানা করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.