Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

জগন্নাথপুর সংবাদদাতা |  ১৫ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জগন্নাথপুর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে ২০২১-২০২২ মৌসুমের এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়।

উপজেলা কৃষি কার্যালয়ের সামনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি কর্তৃক সরবরাহকৃত উন্নত মানের ধান বীজ,সার আউশ প্রণোদনা হিসেবে দুই হাজার কৃষকদের মধ্যে সরবরাহ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.